২৫ ধাপ এগোলেন সৌম্য, মুশফিক ৬ ধাপ

গলে দুই ইনিংসে ফিফটি করেছেন, দুবারই আউট হয়েছেন বাজেভাবে। তবে র‌্যাঙ্কিং রান সংখ্যাটাকে মনে রেখেছে। সৌম্য সরকার তাই সেখানে দিয়েছেন বেশ বড় লাফ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৫ ধাপ!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 02:20 PM
Updated : 13 March 2017, 03:57 PM

গলে ৭১ ও ৫৩ রানের দুটি ইনিংসের পর সৌম্য উঠে এসেছেন ৫৫ নম্বরে।

প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ৮৫ ও পরের ইনিংসে লড়িয়ে ৩৪ রানের ইনিংসে মুশফিকুর রহিম এগিয়েছেন ছয় ধাপ। বাংলাদেশ অধিনায়ক এখন ২৯ নম্বরে।

১৯৪ রান করে গল টেস্টের ম্যাচ সেরা কুসল মেন্ডিস ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গা ৯ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে।

বোলিংয়ে প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন চার ধাপ। ৬ টেস্ট খেলা অফ স্পিনার এখন ৩৬ নম্বরে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একটি বড় পরিবর্তন হয়েছে সেরার দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডানেডিন টেস্টে দারুণ সেঞ্চুরি করে কেন উইলিয়ামসন উঠে এসেছেন দুই নম্বরে। কিউই অধিনায়ক টপকে গেছেন জো রুট ও বিরাট কোহলিকে। শীর্ষে আগের মতোই স্টিভেন স্মিথ।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন নেই। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে দিলরুয়ান পেরেরা।