উইকেটে সমস্যা দেখছেন না মুশফিক

লাঞ্চের পর সময় পেরিয়েছে মাত্র ঘণ্টাখানেক। মুশফিকুর রহিম তখনই মাইক্রোফোনের সামনে! ছিল ড্রয়ের হাতছানি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় শেষ দিন পড়ে থাকার কথা উইকেটে। কিন্তু দিনের অর্ধেক পেরুতেই পুরস্কার বিতরণীর মঞ্চে বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 09:28 AM
Updated : 11 March 2017, 02:49 PM

লিটন দাসকে নিয়ে লড়াই যা একটু করেছেন মুশফিকই। তবে দুজনের কেউই শেষ করে আসতে পারেননি কাজ। দু দফার ধসে ৫টি করে উইকেট হারিয়ে বাংলাদেশ হেরেছে ২৫৯ রানে।

৬ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের লঙ্কান নায়ক রঙ্গনা হেরাথ। শেষ দিনের গলের উইকেট, স্পিনারদের সাফল্য, খেলা না দেখে থাকলে প্রথমেই প্রশ্ন জাগে উইকেট নিয়ে। কিন্তু শেষ দিনেও এবার গলের উইকেট ছিল ব্যাটিংয়ে জন্য ভালো। পুরস্কার বিতরণী পর্বে মুশফিকই বললেন সেটি।

“উইকেট এখনও ব্যাটিংয়ে জন্য বেশ ভালো। মনেই হয় না পঞ্চম দিনের উইকেট। প্রথম ইনিংসে আমরা লিড বেশি দিয়ে ফেলেছি। তার পরও বোলাররা খারাপ করেনি। নির্ভর করছিল শেষ দিনে আমরা কেমন ব্যাট করি। প্রথম সেশনটিই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা অনেক উইকেট হারিয়েছি।”