শ্রীলঙ্কার হতাশার বিকেল

লক্ষ্য ছিল শেষ ইনিংসে বাংলাদেশকে ১২৫ ওভার খেলার চ্যালেঞ্জ দেওয়া। সেটি ঠিকঠাকই পেরেছে শ্রীলঙ্কা। এরপরই গোলমাল। উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলা হলো না। শেষ বিকেলে বাগড়া দিল আবহাওয়া। দিনের খেলা শেষ আগেই। সম্ভাব্য ১২৫ ওভারের ১১ ওভার থেকে আগেই বাংলাদেশের মুক্তি!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 02:40 PM
Updated : 10 March 2017, 04:33 PM

পুরো ম্যাচে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিকেলটি শেষ হয়েছে হতাশায়। বাংলাদেশ দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে।

উপুল থারাঙ্গার দিন অবশ্য হতাশার ছিল না। চলতি মৌসুমেই টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবন হয়েছে। এই দফায় সুযোগ কাজে লাগাচ্ছেন দারুণভাবে। ফিরেই সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ওপেনিংয়ে ফিরে সেঞ্চুরি। দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি।

তবে দল না পারলে তো ব্যক্তিগত প্রাপ্তিও ফিকে হয়ে আসে। দিনের শেষে সংবাদ সম্মেলনে থারাঙ্গার কণ্ঠে দলের হতাশা।

“আমরা হতাশ যে আজকে কোনো উইকেট পাইনি। আমাদের চাওয়া ছিল ওদেরকে ১২৫ ওভার ব্যাট করানো। গলের উইকেট এবার অন্যবারের মত নয়, টার্ন বেশি নেই। এজন্যই ১২৫ ওভার দিতে চেয়েছি। বৃষ্টিতে ১১ ওভার হারিয়ে গেল।”

উইকেট এখনও ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো। তবে থারাঙ্গার আশা শেষ দিনে ভালো করবে দল।

“স্পিনারদের জন্য টার্ন খুব বেশি নেই। তবে শেষ দিকে কিছু টার্ন মিলেছে। আশা করি, কালকে কিছু সহায়তা পাওয়া যবে। ৯৮ ওভার পাব আমরা। প্রথম ঘণ্টা হবে গুরুত্বপূর্ণ। শুরুতে দুটি উইকেট পেলে ম্যাচ আমাদের দিকে ঘুরবে।”

বাংলাদেশের চাওয়া থাকবে ঠিক উল্টো। প্রথম ঘণ্টা নিরাপদে কাটালে বাড়বে ম্যাচ বাঁচানোর সম্ভবনা!