‘দ্রুত মেন্ডিস, ডিকভেলাকে ফেরাতে হবে’

প্রথম দিন তিনশ’ ছাড়িয়েছে শ্রীলঙ্কার সংগ্রহ। অধিনায়ক রঙ্গনা হেরাথের চাওয়া মতো রানের পাহাড় গড়ার পথে রয়েছে দলটি। তরুণ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মনে করছেন, দ্বিতীয় দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটসম্যানকে ফেরাতে পারলে খুব বেশি দূর যেতে পারবে না স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক গল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 02:51 PM
Updated : 7 March 2017, 02:54 PM

গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান। কুসল মেন্ডিস ১৬৬ ও নিরোশান ডিকভেলা ১৪ রানে ব্যাট করছেন। 

প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সংবাদ সম্মেলনে আসা মিরাজ বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের পরিকল্পনা জানান।

“ওদের চার ব্যাটসম্যান এরই মধ্যে বিদায় নিয়েছে। এখন ওদের শেষ দুই মূল ব্যাটসম্যান রয়েছে। মেন্ডিস, ডিকভেলাকে কাল দ্রুত ফেরাতে পারলে লোয়ারঅর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। লোয়ারঅর্ডার ব্যাটসম্যানরা এই উইকেটে বেশি রান করতে পারবে না। আমাদের লক্ষ্য থাকবে, সকালে ওদের দুজনের উইকেট তুলে নেওয়ার।”

প্রথম দিনের উইকেটে বোলারদের জন্য খুব একটা বেশি কিছু ছিল না। উইকেট আরও দুই দিন ব্যাটিং সহায়কই থাকতে পারে। চতুর্থ দিন থেকে টার্ন আশা করছেন মিরাজ। তরুণ এই অফ স্পিনারের বিশ্বাস, ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ভালো জায়গায় পৌঁছে দেবেন দলকে।

“ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে আমরা ভালো জায়গায় থাকবো। এখানে উইকেটে মানিয়ে নিতে একটু সময় লাগবে। এরপর সহজেই খেলা যাবে। তাদের কাজটা সহজ করতে আমাদের লক্ষ্য শ্রীলঙ্কাকে যত কম সময়ে অলআউট করার।”