সেঞ্চুরির কাছে শান্ত, শিরোপার কাছে উত্তরাঞ্চল

লিড চারশ ছুঁইছুঁই, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি ছুঁইছুঁই, উত্তরাঞ্চল শিরোপা ছুঁইছুইঁ। তৃতীয় দিন শেষ হলো সম্ভাবনা নিয়ে। শেষ দিনটিতে সবকিছু পূর্ণতা পাওয়ার অপেক্ষা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 01:52 PM
Updated : 7 March 2017, 01:59 PM

একদিন বাকি থাকতে ৩৯৭ রানে এগিয়ে উত্তরাঞ্চল। শেষ দিনে হারতে পারে পূর্বাঞ্চল, ম্যাচ হতে পারে ড্র। কোনোটিতেই উত্তরাঞ্চলের সমস্যা নেই, না হারলেই বিসিএলে চ্যাম্পিয়ন দলটি।

ফতুল্লায় পূর্বাঞ্চল দিন শুরু করেছিল ৭ উইকেটে ১৯২ রান নিয়ে। এদিন আর ১০ ওভারও টিকতে পারেনি তারা। যোগ করতে পারে মাত্র ২৪ রান। আগের দিনের ৫টির সঙ্গে শফিউল ইসলাম নিয়েছেন আরও একটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের শুরুটাও ছিল বাজে। ৬০ রানে হারায় তারা ৪ উইকেট। এর মধ্যে জুনায়েদ সিদ্দিক একাই করেন ৪০। মৌসুমে ছাড়িয়ে যান হাজার রান।

পঞ্চম উইকেটে শান্ত আর নাসির হোসেন গড়েন ১৪১ রানের জুটি। ৮৪ বলে ৬৩ রানে ফেরেন নাসির। দ্রুত ফেরেন ধীমান ঘোষও। কিন্তু শান্ত হার মানেননি। টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন ৯১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৭৪

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৯.৫ ওভারে ২১৬ (আগে দিন ১৯২/৭) (সাইফুদ্দিন ৪০, রাহাতুল ৩৮, নাইম ২, আবু জায়েদ ০*; শফিউল ৬/৭০, আলাউদ্দিন ১/২৬, ফরহাদ রেজা ৩/৩৮, নাসির ০/১৩, সানজামুল ০/২৮, নাঈম ০/১১)।

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৬৮ ওভারে ২৩৯/৬ (জহুরুল ৩, জুনায়েদ ৪০, ফরহাদ ৬, নাঈম ৪, নাজমুল ৯১*, নসির ৬৩, ধিমান ১২, আলাউদ্দিন ৬*, আবুল হাসান ১/২৫, সাইফুদ্দিন ২/৪৭, আবু জায়েদ ২/৪৫, অলক ০/৩৭, নাঈম ০/৩১, রাহাতুল ০/২৭, আফিফ ০/২০)।