মুরালিধরন-হ্যাডলিকে ছাড়িয়ে অনেক আগে অশ্বিন

পিটার হ্যান্ডসকমের ক্যাচ গ্লাভসে জমালেন ঋদ্ধিমান সাহা। ভারত এগুলো জয়ের আরও কাছে। রবিচন্দ্রন অশ্বিনের নাম উঠে গেল ইতিহাসে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 11:41 AM
Updated : 7 March 2017, 11:48 AM

হ্যান্ডসকমের উইকেটে ইনিংসে ৫ উইকেট পূর্ন হলো অশ্বিনের। পরে অস্ট্রেলিয়ার শেষ উইকেট নিয়ে শেষ করেছেন ৪১ রানে ৬ উইকেট নিয়ে। টেস্টে ৫ উইকেট পেলেন ২৫ বার।

টেস্ট ইতিহাসে সব মিলিয়ে ১০ জন বোলার ২৫ বা তার বেশিবার নিতে পেরেছেন ৫ উইকেট। কিন্তু সবচেয়ে কম ম্যাচে নিলেন অশ্বিন।

শুধু নতুন রেকর্ডই গড়েননি অশ্বিন, আগের রেকর্ডকে পেছনে ফেলেছেন যোজন যোজন ব্যবধানে। মাত্র ৪৭ টেস্টেই ২৫ বার ৫ উইকেট হয়ে গেল তার। আগের রেকর্ড ছিল রিচার্ড হ্যাডলির, ৬২ টেস্টে!

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি ও বোলিংয়ে গুরুত্বপূর্ণ সব রেকর্ডের মালিক মুত্তিয়া মুরালিধরন এখানে তিন নম্বরে। লঙ্কান স্পিন কিংবদন্তির লেগেছিল ৬৩ টেস্ট।

ভারতের হয়ে ২৫ বার ৫ উইকেটের কীর্তি আছে আর কেবল দুজনের। অশ্বিনদের কোচ অনিল কুম্বলের লেগেছিল ৮৬ টেস্ট। এই লেগ স্পিনার থেমেছিলেন ৩৫ বার ৫ উইকেট নিয়ে। হরভজন সিংয়ের ২৫ পূর্ন করতে লেগেছিল ৯৩ টেস্ট।

সবচেয়ে বেশিবার ৫ উইকেটের রেকর্ড মুরালিধরনের, ৬৭ বার।