পিএসএলের ফাইনালে ব্যর্থ এনামুল

একটি ম্যাচের জন্য লাহোর উড়ে গিয়েছিলেন অনেক প্রশ্ন, সংশয় আর শঙ্কাকে সঙ্গী করে। কিন্তু সেই ম্যাচে ভালো কিছু করতে পারলেন না এনামুল হক। ফাইনালে পারেনি তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 06:57 PM
Updated : 5 March 2017, 06:57 PM

কোয়েটাকে ৫৮ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে ড্যারেন স্যামির পেশাওয়ার জালমি।

কোয়েটার লক্ষ্য ছিল ১৪৯। তিন নম্বরে নেমে ৯ বলে ৩ রান করতে পেরেছেন এনামুল।

উইকেটে তার স্বল্প উপস্থিতির সময়টুকু ছিল অস্বস্তিতে মোড়ানো। ছন্দই পাননি। একবার স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান স্যামি ধরতে না পারায়। খানিক পরই বাঁহাতি স্পিনার মোহাম্মদ আসগরকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন ক্রিস জর্ডানের হাতে।

কোয়েটা পরে গুটিয়ে যায় ৯০ রানেই। এর আগে কামরান আকমলের ৩২ বলে ৪০ ও শেষ দিকে স্যামির ১১ বলে ২৮ রানের ঝড়ে জালমি তুলেছিল ১৪৮ রান।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে জালমির হয়েই খেলেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কোয়েটায় খেলে গেছেন মাহমুদউল্লাহ।

এনামুল ছাড়াও ফাইনালে কোয়েটার হয়ে বিদেশি ক্রিকেটার খেলেছেন মর্নে ফক উইক, শন আরভিন ও রায়াদ এমরিট। জালমিতে অধিনায়ক স্যামি ছাড়াও খেলেছেন জর্ডান, ডেভিড মালান ও মারলন স্যামুয়েলস।