সেঞ্চুরিতে তুষারের আরেকটি রেকর্ড

ব্যাটে রানের জোয়ার চলছে। আর অর্জনের মুকুট যোগ হচ্ছে নতুন নতুন পালক। ক্যারিয়ার রান ও সেঞ্চুরিতে সবচেয়ে এগিয়ে তো বটেই, এবার মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করলেন তুষার ইমরান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 12:37 PM
Updated : 5 March 2017, 02:33 PM

বিসিএলের শেষ রাউন্ডের প্রথম দিনে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে ১০১ রানে অপরাজিত আছেন তুষার। চলতি মৌসুমে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

জাতীয় লিগের শেষ তিন ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। বিসিএলে সেঞ্চুরি হলো দুটি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই। তুষার স্পর্শ করেছেন লিটন দাস ও শামসুর রহমানকে।

২০১৪-১৫ মৌসুমে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। পাঁচটিই ছিল জাতীয় লিগে। শামসুর পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ২০১৫-১৬ মৌসুমে। জাতীয় লিগে করেছিলেন তিনটি, বিসিএলে দুটি।

তুষারের নিজের সর্বোচ্চ ছিল ২০১৪-১৫ মৌসুমে তিনটি সেঞ্চুরি। এবার পাঁচ সেঞ্চুরিতে সব মিলিয়ে তুষারের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেঞ্চুরি এখন ২৩টি।

মৌসুমে তুষারের রান এখন ১ হাজার ১০৫। এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে চাই আর ১২৮ রান। ১ হাজার ২৩২ রান করে রেকর্ডটি লিটনের।

কাজটি কঠিন। তবে এই তুষারের জন্য অসম্ভব নয়!