ধৈর্য পরীক্ষায় উতরে তুষারদের ড্র

৮৮ ওভারে ১৬৯ রান। ওভারপ্রতি ২ রানের কম। বলা যায় প্রস্তর যুগের ক্রিকেট! কিন্তু দক্ষিণাঞ্চলের প্রয়োজন ছিল এমন কিছুই। শেষ দিনে ধৈর্যের পরীক্ষায় উতরে ম্যাচ বাঁচাতে পেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 01:09 PM
Updated : 1 March 2017, 01:27 PM

বিসিএলের পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ড্র করেছে দক্ষিণাঞ্চল।

প্রথম ইনিংসে ২২৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৯৬ ওভার ব্যাট করে ৫ উকেটে ১৯৮ রান তোলে তারা।

শেষ দিনে বড় ইনিংস আসেনি দক্ষিণাঞ্চলের কারও ব্যাট থেকে। তবে লম্বা ইনিংস খেলেছেন বেশ কজন। অনেকটা সময় কাটিয়েছেন উইকেটে। অর্ধশত রানের জুটি মোটে একটি। কিন্তু প্রায় সব জুটিই টিকেছে লম্বা সময়।

এমনিতে আক্রমণাত্মক ব্যাটসম্যান হলেও ফজলে মাহমুদ রাব্বি এদিন ছিলেন ভিন্ন চেহারায়। চার ঘণ্টা উইকেটে থেকে ১৬৮ বলে করেছেন ৩৬।

 

৮৪ বলে ৩১ করেছেন তুষার ইমরান। ২৭ রানের মাথায় স্পর্শ করেছেন মৌসুমে হাজার রান। দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারে মৌসুমে হাজার রান করলেন এই প্রথম।

পাঁচে নেমে ৯৮ বলে ৩৬ করেছেন শাহরিয়ার নাফীস। ৮০ বলে ২৯ রানে অপরাজিত মোহাম্মদ মিঠুন। এমনকি সহজাত আক্রমণাত্মক জিয়াউর রহমান পর্যন্ত ৫৬ বলে করেছেন ১১ রান।

তাতে নিশ্চিত হয়েছে ড্র। ১৩ পয়েন্ট টেবিলের দুই নম্বর জায়গাও ধরে রেখেছে দক্ষিণাঞ্চল। ১৯ পয়েন্টে শীর্ষে উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৯৬

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৭৮ ওভারে ৫২৩/৭ (ডি.) (আগের দিন ২৯০/৪) (অলক ৬৬, ইয়াসির ৩৫, আবুল হাসান ৪১, সাইফুদ্দিন ৫০*, রাহাতুল ৬০*; আল আমিন ১/৯৫, রাজ্জাক ২/১৩৫, নাহিদুল ১/৯৮, জিয়াউর ১/৪২, নাজমুল অপু ২/৯৮, তুষার ০/৩৮)।

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৯৬ ওভারে ১৯৮/৫ (আগের দিন ২৯/০) (এনামুল ৩৫, ফজলে রাব্বি ৩৬, ইমরুল ৭, তুষার ৩১, শাহরিয়ার ৩৬, মিঠুন ২৯*, জিয়াউর ১১*; আফিফ ০/২১, নাঈম ২/৪৮, সাকলাইন ০/৩৬, সাইফুদ্দিন ১/১৩, রাহাতুল ১/২৩, অলক ১/২৩, আবুল হাসান ০/১৪, তাসামুল ০/১২)।

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচ: আফিফ হোসেন