সানজামুলের ৫ উইকেট, সাইফের অর্ধশতক

মাঝের দুই ম্যাচে বল হাতে অনুজ্জ্বল সানজামুল ইসলাম ফিরেছেন ছন্দে। বাঁহাতি এই স্পিনারের নৈপুণ্যে ১৮১ রানে মধ্যাঞ্চলকে গুটিয়ে দিয়েছে উত্তরাঞ্চল। বোলিং সহায়ক উইকেটে স্বস্তিতে নেই তারাও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 12:36 PM
Updated : 26 Feb 2017, 01:00 PM

বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। জুনায়েদ সিদ্দিক ১৭ ও নাঈম ইসলাম ৪ রানে ব্যাট করছেন। এখনও ১১৮ রানে পিছিয়ে দলটি।

৪৭ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন জহুরুল-জুনায়েদ সিদ্দিক। শেষ বেলায় ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে উত্তরাঞ্চল।

৩৫ রান করে ফিরেন অধিনায়ক জহুরুল ইসলাম। দুই অঙ্কেই যেতে পারেননি ফরহাদ হোসেন। রানের খাতা খোলার আগেই ফিরেন সানজামুল ইসলাম।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলকে ভালো সূচনা এনে দেন সাইফ। তরুণ উদ্বোধনী ব্যাটসম্যানের ৬৩ ও মেহরাব জুনিয়রের ২৬ রানের ওপর ভর করে ২ উইকেটে ১১৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় দলটি।

৬ রানের মধ্যে সাইফ, মার্শাল আইয়ুব ও নুরুল হাসানকে হারিয়ে চাপে পড়ে দলটি। ১৩৬ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন সাইফ।

মধ্যাঞ্চলের শেষ ৮ ব্যাটসম্যানের সাতজনই ফিরেন এক অঙ্কের ঘরে। একার লড়াইয়ে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান তাইবুর রহমান। ৫৯ বলে ৫টি চারে ৪০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

৪৫ রানে ৫ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার সানজামুল। পেসার ফরহাদ রেজা ৩ উইকেট নেন ৪১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ১৮১ (সাইফ ৬৩, মজিদ ১৪, মেহরাব জুনিয়র ২৬, মার্শাল ৯, নুরুল ৬, তাইবুর ৪০*, তানবীর ১, শরীফুল্লাহ ৫, মোশাররফ ১, শরীফ ৯, শাহাদাত ০; আলাউদ্দিন ১/৪১, ইয়াসিন ০/৩২, ফরহাদ ৩/৪১, নাসির ০/৩, সানজামুল ৫/৪৫, নাঈম ১/১৮)

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২১ ওভারে ৩/৬৩ (জহুরুল ৩৫, জুনায়েদ ১৭*, ফরহাদ হোসেন ৫, সানজামুল ০, নাঈম ৪*; শরীফ ১/২৯, মোশাররফ ০/৪, শাহাদাত ১/২৫, শরিফউল্লাহ ১/৫)