আফগানিস্তানকে গুঁড়িয়ে সমতায় জিম্বাবুয়ে

কাজটা সেরে রেখেছিলেন বোলাররা, বাকিটুকু সহজেই সেরেছেন সলোমন মায়ার, পিটার মুররা। আফগানিস্তানকে এবার গুঁড়িয়ে দিয়েছে আগের ম্যাচে কোনোমতে জেতা জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 03:25 PM
Updated : 24 Feb 2017, 03:25 PM

চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে গ্রায়েম ক্রেমারের দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা।

বৃষ্টির কারণে শুক্রবার ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৫ বলে ১১১ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

দশম ওভারে ১২ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো অতিথিরা তেমন কোনো জুটি গড়তে পারেনি। দুই অঙ্কে যাওয়া ছয় ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের ১৯।

২৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ক্রিস পোফু। দুটি করে উইকেট নেন ক্রেমার ও টেন্ডাই চাটারা।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ১০৫ রান। ২২ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

মায়ারের সঙ্গে ৭৯ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ শুরু এনে দেন মুর। ৫০ বলে ৪৬ রান করা মায়ারের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।

দ্রুত ফিরেন টারাইসাই মুসাকান্দা ও ক্রেইগ আরভিন। শন উইলিয়ামসকে নিয়ে বাকিটা সহজেই সারেন মুর। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩৬ রানে।

আগামী রোববার হবে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৩৮.৫ ওভারে ১১১ (শাহজাদ ৯, ইহসানউল্লাহ ০, রহমত ১, আসগর ১৯, করিম ১২, সামিউল্লাহ ১৩, নবি ১৭, গুলবাদিন ১০, রশিদ ১১, ফরিদ ১; চাটারা ২/৩২, নগারাভা ১/২২, পোফু ৩/২৫, ক্রেমার ২/১২, উইলিয়ামস ০/১০, মায়ার ১/৯)

জিম্বাবুয়ে: ২২.২ ওভারে ১০৭/৩ (মায়ার ৪৬, মুর ৩৬*, মুসাকান্দা ৪, আরভিন ১, উইলিয়ামস ১৬*; ফরিদ ০/১৫, করিম ০/৩১, গুলবাদিন ০/২৩, রশিদ ১/২৭, নবি ২/১১)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ক্রিস পোফু।