তিন ‘জীবনে’ দলকে টানছেন স্মিথ

মুরালি বিজয় হাতছাড়া করলেন প্রথম সুযোগ। অতিরিক্ত ফিল্ডার অভিনব মুকুন্দ বাঁচিয়ে দিলেন আরও দুবার। তাতে আরও ভারী হলো ভারতের ভার। তিন বার জীবন পেয়ে স্টিভেন স্মিথ বাড়িয়ে চলেছেন অস্ট্রেলিয়ার লিড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 12:36 PM
Updated : 24 Feb 2017, 12:36 PM

অধিনায়ক অপরাজিত ৫৯ রানে। শুক্রবার পুনে টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৪৩। লিড হয়ে গেছে ২৯৮।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছিল ১৫৫ রানের লিড। স্টিভেন ও’কিফের দুর্দান্ত বোলিংয়ে ভারত গুটিয়ে গেছে ১০৫ রানে। ম্যাচের গতিপথ ঠিক করে দেওয়া অবিশ্বাস্য এই দিনে উইকেট পড়েছে ১৫টি।

দিন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দিয়েই। তবে সেটি দীর্ঘায়িত হয়নি এক ওভারও। দিনের প্রথম ওভারে একটি চার মারার পর ছক্কার চেষ্টায় আউট মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া শেষ ২৬০ রানে।

ব্যাটে ঝড় তোলার পর নিজের আসল কাজেও সফল স্টার্ক। তিন বলের মধ্যে ফিরিয়ে দেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে। এরপরই দৃশ্যপটে ও’কিফ।

প্রথম দুই স্পেলে বিবর্ণ এই বাঁহাতি স্পিনার হুট করেই হয়ে উঠলেন ভয়ঙ্কর। লাঞ্চের পর ৪.১ ওভারের এক স্পেলে ৫ রান দিয়ে নিলেন ৬ উইকেট। ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ভারত গুটিয়ে গেল ১০৫ রানে।

প্রথম ইনিংসের বড় লিড দিন শেষে হয়ে উঠেছে বিশাল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়ে দিয়েছিলেন অশ্বিন। কিন্তু চেপে ধরা যায়নি ক্যাচ মিসের মহড়ায়। জীবন পেয়ে স্মিথ খেলছেন দারুণ।

ভারতের বিপক্ষে মাত্র ৭ টেস্টেই হাজার রান ছুঁয়ে ফেলেন স্মিথ। প্রথম ইনিংসের মতো গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাট রেনশ। অসুস্থতার কারণে মাঠে না থাকায় ওপেন করতে পারেননি। পাঁচ নেমে চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে গড়েছেন ৫২ রানের জুটি।

৩১ রানে বাজে শটে উইকেট ছুঁড়ে এসেছেন রেনশ। তবে মিচেল মার্শ খেলেছেন সহজাত। লাগাম পুরোপুরিই অস্ট্রেলিয়ার। টেস্টে ভারতের অপ্রতিরোধ্য অপরাজেয় যাত্রা এখন থামল বলে!

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৬০

ভারত ১ম ইনিংস: ১০৫

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৪৩/৪ (ওয়ার্নার ১০, মার্শ ০, স্মিথ ৫৯*, হ্যান্ডসকম ১৯, রেনশ ৩১, মার্শ ২১*; অশ্বিন ৩/৬৮, জাদেজা ০/২৬, উমেশ ০/১৩, জয়ন্ত ১/২৭, ইশান্ত ০/৬)।