‘মুস্তাফিজ আগের চেয়ে অনেক উন্নতি করেছে’

ফিরে পেয়েছেন নিজের গতি, ফিরে পেয়েছেন ছন্দ- মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে মোটেও ভাবতে হয়নি মিনহাজুল আবেদীনদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 08:09 AM
Updated : 21 Feb 2017, 11:37 AM

অস্ত্রোপচারের পর নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন মুস্তাফিজ। দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই পেসারকে স্বরূপে দেখা যায়নি সে সময়। পরে খেলেননি দুই ম্যাচের টেস্ট সিরিজেও।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে দুই ম্যাচ খেলেন মুস্তাফিজ। ২১ বছর বয়সী পেসার বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেন স্বরূপে ফেরার ইঙ্গিত। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার সময় মিনহাজুল জানান, শ্রীলঙ্কায় লাল বল হাতে দেখা যাবে এই তরুণ পেসারকে।

“মুস্তাফিজ আগের চেয়ে এখন যথেষ্ট উন্নতি করেছে। যার জন্য আমরা বিসিএলে ওকে পরপর দুটি ম্যাচ খেলিয়েছি। দুটি ম্যাচে আট দিন খেলার পর ওর অবস্থা কি হয় সেটা দেখাই ছিল উদ্দেশ্যে। প্রথম ম্যাচে থেকে পরের ম্যাচের দ্বিতীয় দিন থেকে তার উন্নতি ছিল যথেষ্ট ভালো।”

“বোলিংও অনেক ভালো করেছে। আমার মনে হয়েছে, তিন ফরম্যাট খেলতে মুস্তাফিজের কোনো অসুবিধা হবে না।”

বিসিএলে চার ইনিংসের তিনটিতেই উইকেট নেন মুস্তাফিজ। বল করেছেন নিজের স্বাভাবিক গতিতে, চেনা ছন্দে।

এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন মুস্তাফিজ। বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্ট বল হাতে নেওয়ারই সুযোগ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসে ৩৭ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।