শ্রীলঙ্কার কাছে হেরে রুমানাদের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না রুমানা আহমেদের দলের। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ৪২ রানে হেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 11:22 AM
Updated : 19 Feb 2017, 11:22 AM

আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে এবার যুক্ত হল পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্বে এই চার দলের কাছেই হেরেছে বাংলাদেশ।

সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৭ রান করে শ্রীলঙ্কা।

সর্বোচ্চ ৮৪ রান করেন চামারি আতাপাত্তু। তার ১১৪ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান হাসিনি পেরেরার।

১৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সালমা খাতুন।

জবাবে ২১ ওভারে ৫ উইকেটে ৬৮ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য সে সময় বাংলাদেশের দরকার ছিল ১১১ রান।

নিগার সুলতানা করেন ২৪ রান। ২১ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন।

শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধিনি ও ইনোশি প্রিয়দর্শিনি দুটি করে উইকেট নেন।