মন্থর ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েদের হার

মন্থর ব্যাটিং করা বাংলাদেশের মেয়েরা পারেনি লড়াইয়ের পুঁজি গড়তে। ফারজানা হকের অর্ধশতকের পরও কোনোমতে কেবল দেড়শ’ পার হয় দলের সংগ্রহ। ছোট লক্ষ্য পাওয়া ভারতকে সহজ জয় এনে দেন মোনা মেশরাম ও মিতালি রাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 10:42 AM
Updated : 17 Feb 2017, 10:42 AM

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে ভারতের কাছে ৯ উইকেটে হেরে চূড়ান্ত পর্বে যাওয়ার পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের। 

কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ।

২০ ওভার শেষে রুমানার দলের স্কোর ছিল ৩১/২। ৪০ ওভারেও রান যায়নি তিন অঙ্কে। শেষ ১০ ওভারে ৫৮ রান নিয়েও দলটি যেতে পারেনি ভালো অবস্থানে।

১৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে শারমিন আক্তার ও ফারজানার ব্যাটে। ২৩.২ ওভারে এই দুই জনে তৃতীয় উইকেটে গড়েন ৬২ রানের জুটি।

চারটি চারে ৩৫ রান করতে শারমিন আক্তার খেলেন ৮২ বল। সর্বোচ্চ ৫০ রান করা ফারজানার ১০৭ বলের ইনিংসটি গড়া ৫টি চারে।

শেষের দিকে নিগার সুলতানা (২৫ বলে ১৮), সালমা খাতুন (১৫ বলে ১৪) রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি।

২৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মানসি জোশি।

এত কম রানের পুঁজি নিয়ে লড়তে যে বোলিং দরকার ছিল তা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৩৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল ভারত।

দীপ্তি শর্মাকে ফিরিয়ে দিয়ে একমাত্র উইকেটটি নেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা। মোনা ও মিতালির ২৫ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন ১৩৬ রানের জুটির ওপর ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

৯২ বলে ১২টি চারে ৭৮ রানে অপরাজিত থাকেন মোনা। ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করা অধিনায়ক মিতালির ৮৭ বলে খেলা ৭৩ রানের ইনিংসটিতে রয়েছে ১০টি চারও।