ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রুট

সম্ভাবনার দৌড়ে এগিয়েই ছিলেন, আনুষ্ঠানিক ঘোষণাও তা-ই এলো। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জো রুট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 02:22 PM
Updated : 13 Feb 2017, 02:22 PM

অ্যালেস্টার কুকের উত্তরসূরি হলেন রুট। চার বছর নেতৃত্ব দেওয়ার পর গত সপ্তাহে সরে দাঁড়ান কুক। তারপর থেকেই আলোচনায় ছিলেন ডানহাতি ব্যাটসম্যান রুট।

অধিনায়ক নির্বাচিত হয়ে রোমাঞ্চিত রুট বলেন, "টেস্ট নেতৃত্ব পাওয়াটা অনেক বড় সম্মানের।"

রুট অধিনায়ক হওয়ায় তার ছেড়ে আসা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার বেন স্টোকস।

২০১২ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর থেকে দারুণ সফল রুট। ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া রুটের মোট রান চার হাজার ৫৯৪। এই সময়ে আর কেউ তার চেয়ে বেশি রান করতে পারেনি।