‘খুবই ভালো ব্যাটিং করেছেন মুশফিক ভাই’

শুরুতে একটু সময় নিয়েছেন মুশফিকুর রহিম, থিতু হওয়ার পর রান তুলেছেন ওয়ানডে মেজাজে। সাকিব আল হাসান-সাব্বির রহমানের বিদায়ের পর করেছেন সতর্ক ব্যাটিং। অধিনায়কের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 02:10 PM
Updated : 11 Feb 2017, 03:21 PM

তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব জানান, পুরোটা সময় মুশফিকের মনসংযোগ ছিল দারুণ। 

“আমার মনে হয়, আজ বিশেষ করে মুশফিক ভাই খুবই ভালো ব্যাটিং করেছেন। পুরো ইনিংসে কোনো বাজে শট খেলেনি। একই সময়ে যেটা মারার বল ছিল সেটা মেরেছেন।”

সাকিবের সঙ্গে ১০৭ আর অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৮৭ রানের দুটি চমৎকার জুটি গড়েন মুশফিক। আশা হয়ে টিকে থাকা অধিনায়ক ১২টি চারে করেন ৮১ রান। এই ইনিংস খেলার পথে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলকে যান তিনি। 

১৬৬ ওভার কিপিং করার পর বাংলাদেশ ইনিংসের ৩৫তম ওভারে ব্যাটিংয়ে নামেন মুশফিক। প্রায় ৭০ ওভার ধরে ক্রিজে ছিলেন, এই সময়ে খেলেছেন ২০৬ বল। ইনিংসের শেষ দিকে একটু খোড়াতে দেখা গেছে তাকে।

সাকিব মনে করেন, এই নিবেদনের জন্যই দেশের হয়ে আরও লম্বা সময় খেলবেন মুশফিক।

“আমার মনে হয় কঠিন সময়ই তার পছন্দ। উনি এগিয়ে এসে দলের জন্য কঠোর পরিশ্রম করতে ভালবাসেন। তার এই চরিত্র বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলতে সাহায্য করবে।”