শুভাগতর ৬ উইকেট

শুভাগত হোম চৌধুরীর স্পিনে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিন ২৬০ রানে গুটিয়ে গেছে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 11:55 AM
Updated : 11 Feb 2017, 02:05 PM

দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করে মধ্যাঞ্চল। সাদমান ইসলাম ৩ ও আব্দুল মজিদ শূন্য রানে অপরাজিত আছেন।

টানা দ্বিতীয় ম্যাচ খেলা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ২ ওভার বল করে ৩ রান দিয়ে উইকেটশূন্য।

বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুভাগতর স্পিনে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। ৫১ রানের মধ্যে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।

মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৬১ ও আল আমিন জুনিয়রের সঙ্গে ৯১ রানের দুটি জুটিতে প্রতিরোধ গড়েন তুষার ইমরান। ১১টি চারে ৮১ রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে শরীফউল্লাহ ফিরিয়ে দেওয়ার পর আবার দক্ষিণাঞ্চলকে চেপে ধরেন শুভাগত।

এই অফ স্পিনারকে দ্রুত ফিরিয়ে দেন জিয়াউর রহমান, আল আমিন জুনিয়র ও আব্দুর রাজ্জাককে। শেষের দিকে ৪৭ বলে ৪৩ রানের আক্রমণাত্মক ইনিংসে দলের সংগ্রহ আড়াইশ’ ছাড়ান সোহাগ গাজী।

৯১ রানে ৬ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার শুভাগত। দুটি করে উইকেট নেন আবু হায়দার ও শরীফউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮৩.৫ ওভারে ২৬০ (শাহরিয়ার ১৯, মাহমুদ ১৪, এনামুল ১০, তুষার ৮১, মিঠুন ৪২, আল আমিন জুনিয়র ৪২, জিয়া ০, সোহাগ ৪৩, রাজ্জাক ৫, রুবেল ১, মুস্তাফিজ ৮*; শাহাদাত ০/৩৪, শুভাগত ৬/৯১, হায়দার ২/৩৪, তাইবুর ০/৩৯, শরীফুল্লাহ ২/৪৮, মজিদ ০/৪, মার্শাল ০/৭)

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪ ওভারে ৪/০ (সাদমান ৩*, মজিদ ০*; মুস্তাফিজ ০/৩, রুবেল ০/১, রাজ্জাক ০/০)