মুশফিকের ৩ হাজার

দিনের সেটি শেষ ওভার। ইশান্ত শর্মার লেংথ থেকে আচমকা লাফানো বল ছোবল দিল মুশফিকুর রহিমের আঙুলে। যন্ত্রণায় কাতর মুখ। ছুটে এলেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার দাঁড়ালেন মুশফিক। ছুটে এসে আবারও শর্ট বল করলেন ইশান্ত। ভড়কে না গিয়ে মুশফিকের পুল। মাইলফলক ছুঁলেন রাজকীয় ঢঙয়ে।

ক্রীড়া প্রতিবেদক হায়দরাবাদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 11:27 AM
Updated : 11 Feb 2017, 03:21 PM

এই বাউন্ডারিতেই টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। বাংলাদেশে তার আগে যেটি করতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান।

সবার আগে ৩ হাজার ছুঁয়েছিলেন হাবিবুল বাশাল। সাবেক অধিনায়ক ক্যারিয়ার শেষ করেছেন ৩ হাজার ২৬ রান নিয়ে। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ৮২ রান করে সাকিব আল হাসানের রান ৩ হাজার ২৯৫। আর ৩ হাজার ৪৬৭ রান নিয়ে শীর্ষে তামিম ইকবাল।

কিছুদিন আগে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিক ছুঁয়েছিলেন ৪ হাজার ওয়ানডে রান।