কোহলির বিপক্ষে খেলে শিখছেন মিরাজ

ক্যারিয়ারের শুরুতে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের বিপক্ষে খেলার সুযোগ মেলায় ভীষণ খুশি মেহেদী হাসান মিরাজ। তরুণ অফ স্পিনার মনে করছেন, ভারতের মাটিতে খেলার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার জন্য খুব সবহায়ক হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 02:42 PM
Updated : 10 Feb 2017, 03:31 PM

দেশের মাটিতে অ্যালেস্টার কুক, জো রুটদের বিপক্ষে বল করেছেন মেহেদী হাসান মিরাজ। নিউ জিল্যান্ডে কেন উইলিয়ামসন, রস টেইলরের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে। এবার বল করলেন সময়ের আরেক সেরা ব্যাটসম্যান কোহলিকে। 

হায়দরাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংসে কোহলিকে ৫৭ বল করেন মিরাজ। ভারতের অধিনায়ক চারটি চার, ৩টি দুই আর ২২টি সিঙ্গেলে নেন ৪৪ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মিরাজ কোহলির বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথা জানান।

“সামনে থেকে কোহলির ব্যাটিং দেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আগে টেলিভিশনে দেখেছি, এখন সামনে থেকে দেখছি। তাদের বিপক্ষে খেলছি, বোলিং করছি। কিভাবে বোলিং করলে ভালো হবে, এখান থেকে শেখার সুযোগ পাচ্ছি।”

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বছর কাটাচ্ছেন মিরাজ। তরুণ এই ক্রিকেটারের নজর যত সম্ভব শিখে নেওয়ার দিকে।

“আমি অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই।… এখানে খেলার অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে যোগ হলে, ভবিষ্যতে আমার জন্যই ভালো হবে।”