টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি!

একদম ঠিক সময়ে নিজেকে জানান দিলেন মোহিত আহলাওয়াত। আইপিএল নিলামের আগে চোখ কপালে তোলার মতো কীর্তি গড়েছেন দিল্লির তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্লাব ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ত্রিশতকের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 01:10 PM
Updated : 8 Feb 2017, 01:10 PM

২০১৫ সালে দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোহিতের। সেখানে নিজেকে মোটেও মেলে ধরতে পারেনি। ১, ৪, ০, ০, ০ রানের পাঁচটি ইনিংস খেলার পর বাদ পড়েন।

মঙ্গলবার মাভি একাদশের হয়ে ফ্রেন্ডস একাদশের বিপক্ষে ১৮তম ওভার শেষে তার স্কোর ছিল ২৫০ রান। ত্রিশতকে পৌছতে শেষ দুই ওভারে ৫০ রান নেন তিনি, এর মধ্যে শেষ ওভারেই আসে ৩৪ রান।

শেষ পর্যন্ত ৭২ বলে ৩৯টি ছক্কা, ১৪টি চারে অপরাজিত ৩০০ রানে! দলের স্কোর ৪১৬।

২০০৭ সালে ইংল্যান্ডে একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অস্টারল্যান্ডসের হয়ে ৭২ বলে ২৭৭ রান করেছিলেন শ্রীলঙ্কার ধানুকা পাথিরানা।