ইমরুলের ফের চোট, বদলি মোসাদ্দেক

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করলেন সৌম্য সরকার। প্রশ্নের শুরুও তখনই, তবে ইমরুল? উত্তর জানা গেল খানিক পরই। আবার পুরোনো জায়গায় চোট। দিন শেষে জানা গেল, ইমরুল কায়েসের ভারত সফরই শেষ।

ক্রীড়া প্রতিবেদক সিকান্দারাবাদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2017, 12:34 PM
Updated : 6 Feb 2017, 02:07 PM

নিউ জিল্যান্ড সফর থেকে বয়ে আনা বাঁ ঊরুর চোটেই আবার ব্যথা পেয়েছেন ইমরুল। মঙ্গলবারই দেশে ফিরে যাচ্ছেন দেশে। বাঁহাতি ওপেনারের বদলি হিসেবে হায়দরাবাদ আসছেন মোসাদ্দেক হোসেন।

বাঁ ঊরুতে চোট নিয়ে নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন ইমরুল। ভারত সফর নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এসেছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পা একটু আটকে গিয়েছিল মাটিতে। তাতেই আবার টান লাগে সেই বাঁ ঊরুতে।

টেস্টের আগে সময় যেহেতু আর মাত্র দুই দিন, ইমরুলকে নিয়ে অপেক্ষার ঝুঁকি নেওয়া হয়নি। বদলিও আনা হচ্ছে দ্রুত।

বিসিবির চিকিৎসক ভারত সফরের আগেই সাবধান করেছিলেন, একই জায়গায় আবার চোট পেলে আসছে শ্রীলঙ্কা সফর নিয়েও শঙ্কা থাকবে ইমরুলের। সেই শঙ্কা জাগছে। তবে চোট কতটা গুরুতর বা স্ক্যান করাতে হবে কিনা, সেটা বোঝা যাবে ইমরুল দেশে ফেরার পর। খুব গুরুতর না হলে দেশে ফিরেই শুরু করবেন পুনর্বাসন। খেলতে পারেন বিসিএলের পরের রাউন্ডে।

ইমরুলের চোটে টিম ম্যানেজমেন্টের একটা কাজ অবশ্য সহজ হয়ে গেল। হায়দরাবাদ টেস্টে ওপেনিং জুটি নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। সৌম্য সরকারই আরও একবার হচ্ছেন তামিম ইকবালের সঙ্গী।