ওয়ানডেতেও সুপার ওভার

টি-টোয়েন্টি ক্রিকেটের মতো এবার ওয়ানডেতেই দেখা যেতে পারে সুপার ওভার রোমাঞ্চ। চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল, ফাইনালে কোনো ম্যাচ টাই হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে সুপার ওভারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 12:44 PM
Updated : 5 Feb 2017, 12:44 PM

দুবাইয়ে আইসিসির সভায় এই দুই টুর্নামেন্টের অনুমোদন পাওয়া প্লেয়িং কন্ডিশনে রয়েছে সুপার ওভার।

আগামী এপ্রিলের সভায় উঠবে দুই বছর মেয়াদী টেস্ট লিগ, ১৩ দলের তিন বছর মেয়াদী ওয়ানডে লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি আঞ্চলিক বাছাই প্রক্রিয়ার প্রস্তাব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস ব্যবহারের ব্যাপারে সায় দিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি। প্রতিটি দল পাবে একটি করে রিভিউ। মহিলা বিশ্বকাপ ক্রিকেটের যেসব ম্যাচ টেলিভিশনে দেখানো হবে সেসব ম্যাচেও থাকবে রিভিউয়ের সুবিধা।

পিচ ও মাঠের বাজে রেটিংয়ের জন্য ডিমেরিট পয়েন্ট পদ্ধতি চালুর সম্মতি দিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি। কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে। ১০ ডিমেরিট পয়েন্টের জন্য নিষেধাজ্ঞা আসবে দুই বছরের জন্য। ডিমেরিট পয়েন্ট পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।