‘কোহলিকে দেখলে মনে হয় আউটই হবে না’

ছন্দে থাকা বিরাট কোহলিকে নিয়ে সতর্ক বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, ভারত অধিনায়ককে ফেরাতে সত্যিকার অর্থেই খুব ভালো বোলিং করতে হবে তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 11:22 AM
Updated : 5 Feb 2017, 12:07 PM

গত বছরটা দুর্দান্ত কেটেছে কোহলির। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান পেয়েছেন তিনটি দ্বিশতক। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টে এই ডানহাতি ব্যাটসম্যানই হতে পারেন সবচেয়ে বড় হুমকি।

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবারই কোহলির মুখোমুখি হয়েছেন সাকিব। আইপিএলে তারকা ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে জানেন, তার উইকেট নেওয়া বোলারদের জন্য কতটা কঠিন। 

“সে আগ্রাসী। সে সফল। সে যেভাবে ব্যাট করছে, মনে হয় আউটই হবে না! ওর উইকেট পেতে হলে আমাদের সত্যিকার অর্থে খুব ভালো বল করতে হবে।”

টেস্টের ভারত কোহলি নির্ভর দল নয়। দারুণ সব ব্যাটসম্যান রয়েছে তাদের। টেলএন্ডাররা খেলতে পারেন বড় ইনিংস। ছোট্ট সফরে বড় লড়াই-ই অপেক্ষা করছে সাকিবদের সামনে।  

“শুধু কোহলি নয়, ভারতের পুরো ব্যাটিং লাইনআপই দারুণ। ওদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।”

বাংলাদেশের বিপক্ষে এর আগে টেস্টে একটি ইনিংসই খেলেন কোহলি। সেবার ১৪ রানে ফিরেন ডানহাতি এই ব্যাটসম্যান।