টেস্ট মর্যাদার দিকে এক ধাপ এগোল আফগানিস্তান

টেস্ট মর্যাদা পাওয়া আর পূর্ণ সদস্য দেশ হওয়ার পথে এক ধাপ এগিয়েছে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দেশটির চার দিনের ম্যাচের টুর্নামেন্টকে প্রথম শ্রেণির ও টি-টোয়েন্টি টুর্নামেন্টকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 05:48 AM
Updated : 5 Feb 2017, 05:48 AM

দুবাইয়ে আইসিসির বোর্ড সভা শেষে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় আইসিসি।

প্রাথমিক প্রতিক্রিয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই জানান, এই সিদ্ধান্ত তাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে।

শুরুতে বড় আফগানিস্তানের বড় দৈর্ঘ্যের ক্রিকেট হতো তিন দিনের। ২০১৪ থেকে দেশটির ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ হচ্ছে। আহমাদ শাহ আবদালি টুর্নামেন্টে ২০১৬ সাল থেকে অংশ নিচ্ছে ছয়টি আঞ্চলিক দল।

ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এই মুহূর্তে আফগানিস্তানের কোনো ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট নেই।

চার মাস আগে আয়ারল্যান্ডের তিনটি প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছিল।