শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ

অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 01:24 PM
Updated : 31 Jan 2017, 01:40 PM

বুধবার অস্ট্রেলিয়া দলের বাকি সদস্যের নাম ঘোষণা করা হবে। এই সিরিজে নতুনদের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হতে পারে। কেননা টি-টোয়েন্টি সিরিজ চলার সময় ভারত সফরের প্রস্তুতি নিবে দলটি।

যেসব খেলোয়াড় ভারত সফরের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবে তাদের মধ্যে আছেন স্মিথ, ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জস হেইজেলউড, উসমান খাওয়াজা ও মিচেল মার্শ।

এক বছর আগে স্মিথের কাছে নেতৃত্ব হারিয়েছিলেন ফিঞ্চ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে অস্ট্রেলিয়া, অ্যাডিলেডে ২২ ফেব্রুয়ারি হবে ম্যাচটি। এর পরের দিন ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে স্মিথ-ওয়ার্নাররা।

এমন আঁটসাঁট সূচিতে অস্ট্রেলিয়া দলের কিছু সদস্য অসন্তুষ্ট। ওয়ার্নার তো এই সূচিকে 'খুবই ত্রুটিপূর্ণ' বলেছেন।

ভারত সফরে অস্ট্রেলিয়া কেবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরই নিয়ে যাবে না, সঙ্গে থাকবে কোচিং স্টাফও। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। তার সহযোগী থাকবেন রিকি পন্টিং ও জেসন গিলেস্পি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৭ ফেব্রুয়ারি হবে প্রথম টি-টোয়েন্টি।