এবার পাকিস্তানে হবে পিএসএল ফাইনাল

২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম বন্ধ। দেশটির ক্রিকেট কর্তারা এরপরও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেশেই আয়োজনের পরিকল্পনা করছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 02:56 PM
Updated : 30 Jan 2017, 02:56 PM

রয়টার্সের কাছে ফাইনালের ভেন্যু নিশ্চিত করেন পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি।

“আমরা ৭ মার্চ লাহোরে ফাইনাল আয়োজন করবো। সব জায়গা থেকে সবুজ সংকতে পেয়েছি, আমরা পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছি।”

২০০৯ সালে লাহোরেই শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর একমাত্র জিম্বাবুয়ে ২০১৫ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে একবার দেশটি সফর করে।

পিএসএলের প্রথম আসর সংযুক্ত আরব আমিরাতে হয়। এবারও ৯ ফেব্রুয়ারি সেখানেই শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচ হবে সেখানেই।

পিএসএলের দ্বিতীয় আসরে পেশওয়ার জালমি দলে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল।