১ ম্যাচ নিষিদ্ধ পাকিস্তানের আজহার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হবে না আজহার আলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 11:58 AM
Updated : 27 Jan 2017, 12:02 PM

অ্যডিলেডে ৫৭ রানে হারা ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার ঘাটতি ছিল পাকিস্তান দলের।

নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুণতে হবে আজহারকে। দলের বাকিদের জরিমানা ২০ শতাংশ। গত ১২ মাসে ওয়ানডেতে এ নিয়ে দ্বিতীয়বার মন্থর ওভার রেটের কারণে অভিযুক্ত হওয়ায় নিষেধাজ্ঞা পেলেন পাকিস্তান অধিনায়ক।

গত বছরের ৩১ জানুয়ারি অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে ১ ওভার ঘাটতি ছিল পাকিস্তানের।

গত নভেম্বরে মিসবাহ-উল-হকের অনুপস্থিতিতে হ্যামিল্টন টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফির শতভাগ জরিমানা দিতে হয়েছিল আজহারকে

৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। ব্যাট হাতে ছন্দে ছিলেন না অধিনায়ক। ফিটনেসের জন্যও সংগ্রাম করতে হয়েছে তাকে। প্রথম ম্যাচে ২৪ রান করার পর চোটের জন্য দুই ম্যাচে খেলেননি। শেষ দুই ম্যাচে যথাক্রমে ৭ ও ৬ রান করেন তিনি।

আগামী এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান। দলটি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে নেমে এসেছে আজহার নেতৃত্ব নেওয়ার পর। টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের কাছে এই সংস্করণে নেতৃত্ব হারাতে পারেন তিনি।