জানা নেই হাথুরুসিংহেরও

প্রথম ইনিংসে ব্যাট হাতে লড়াই করা বাংলাদেশ গুঁড়িয়ে যায় দ্বিতীয় ইনিংসে। টেস্টে শিষ্যদের এই ব্যর্থতার কারণ জানা নেই চন্দিকা হাথুরুসিংহের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 04:01 PM
Updated : 24 Jan 2017, 04:03 PM

ওয়েলিংটনে ৮ উইকেটে ৫৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ২৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে থামে ১৭৩ রানে।

টেস্টে কেন বারবার এমন হয় উত্তর খুঁজছেন বাংলাদেশের কোচ হাথুরুসিহে।

“শুধু ক্রাইস্টচার্চ টেস্ট নয় ওয়েলিংটন টেস্টেও (দ্বিতীয় ইনিংসে) ওদের মনোভাব হতাশাজনক ছিল। আমি এখনও জানি না, পাঁচ দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার জন্য খেলার আমরা এখনও মানসিকভাবে ততটা দৃঢ় নই না এটা শারীরিক ব্যাপার।”

“ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ওদের সেরা ক্রিকেট খেলেছে, তবে এটা কোনো অজুহাত নয়। আমরা ঘরের মাঠে ভালো এমন একটি দলের কাছে হেরেছি।”

দুই টেস্টেই শেষ ইনিংসে ব্যাটসম্যানরা তালগোল পাকিয়েছেন। এক সময় জয়ের কথা ভাবা বাংলাদেশ প্রথম টেস্ট হেরেছে ৭ উইকেটে, পরেরটি ৯ উইকেটে। সময় কাটানোর বা লম্বা ইনিংস খেলার প্রবণতা দেখা যায়নি ব্যাটসম্যানদের মধ্যে। বরং ঝুঁকিপূর্ণ শট খেলে উইকেট একরকম উপহার দিয়ে এসেছেন তারা।