বাবরের দ্রুততম হাজার রানের রেকর্ড স্পর্শ

লাল বলে সেভাবে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি বাবর আজম। তবে সাদা বলে শুরু থেকেই নিজেদের সামর্থ্যটা দেখিয়ে চলেছেন এই তরুণ। কদিন আগেই ওয়ানডেতে টানা তিন শতক তুলে নেওয়া পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান স্পর্শ করেছেন এই সংস্করণে দ্রুততম হাজার রানে পৌঁছানোর বিশ্ব রেকর্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 07:58 AM
Updated : 19 Jan 2017, 11:49 AM

পার্থে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রান করার পথে ২১তম ইনিংসে এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বাবর। ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের এই ম্যাচে চার অঙ্কে যেতে প্রয়োজন ছিল ৪৭ রান।

৬টি শতক আর তিনটি অর্ধশতকে বাবরের রান ১ হাজার ৩৭।

এর আগে ২১ ইনিংসে হাজার রান স্পর্শ করেছেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসন, জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান রিচার্ডস রেকর্ড গড়েন ১৯৮০ সালে। পিটারসন তার পাশে বসেন ২০০৪ সালে। আরেক ইংলিশ ব্যাটসম্যান ট্রট ২০১১ সাল থেকে তাদের সঙ্গী।

২০১৪ সালে রেকর্ডে ভাগ বসান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কক।

ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ২৩ ইনিংসে হাজার রানে পৌঁছানোর রেকর্ড ছিল আজহার আলির অধিকারে। ২০১৫ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।