ভারত সফরে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে মুশফিকরা

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যে কোনো সফরে শিষ্যদের জন্য বেশি প্রস্তুতি ম্যাচ চান কোচ চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের চাওয়া অনুযায়ী ভারতে একমাত্র টেস্টের আগে তিন দিনের একটি ম্যাচ রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 07:21 AM
Updated : 15 Jan 2017, 07:21 AM

ইসপিএন ক্রিকইনফো জানায়, ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। তবে টেস্টের ভেন্যু নয়, হায়দরাবাদের অন্য মাঠে হবে এই ম্যাচ।

৮ ফেব্রুয়ারি টেস্ট শুরু হওয়ার কথা ছিল। বেশি দর্শক পাওয়ার কথা চিন্তা করে ম্যাচ একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার শুরু হয়ে সোমবার শেষ হবে ম্যাচটি।

আগামী ২৬ জানুয়ারি নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। কয়েক দিন বিশ্রাম নিয়ে ১ ফেব্রুয়ারি ভারতে যাবে মুশফিকের দল।

সফরের জন্য এরই মধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ছিল ভারত। ২০০৪, ২০০৭, ২০১০ ও ২০১৫ সালের সফরে টেস্ট খেলে গেছে প্রতিবেশী দেশটি। এবারই প্রথম টেস্ট খেলতে সেখানে যাবে বাংলাদেশ।