ইনিংস ঘোষণার আগে সাব্বির ঝলক

লোয়ার অর্ডারদের আড়াল করে আস্তে আস্তে দলকে টেনে নিচ্ছিলেন সাব্বির রহমান। হুট করেই এল ইনিংস ঘোষণা। ঘণ্টাখানেক ব্যাট করে ইনিংস ছেড়ে দিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 11:16 PM
Updated : 14 Jan 2017, 08:54 AM

ওয়েলিংটন টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ইনিংস ঘোষণায় এটিই সর্বোচ্চ। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রানের ইনিংসে অল আউট হয়েছিল দল।

তৃতীয় দিন সকালে ১৬ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। রান এসেছে ৫৩। এর মধ্যে সাব্বিরই করেছেন ৪৩ রান। লোয়ার অর্ডারদের আগলে রাখার মাঝে সাব্বির খেলেছেন দারুণ সব শট। ৭ চারে অপরাজিত ছিলেন ৫৪ রানে। তৃতীয় টেস্টে তার দ্বিতীয় অপরাজিত অর্ধশতক।

নিউ জিল্যান্ডে বোলিং-ফিল্ডিং এদিনও ছিল কিছুটা ছন্নছাড়া। ৩১ রানে সাব্বিরের সহজ ক্যাচ ছেড়েছেন টম ল্যাথাম। হাত ফসকে বল বাউন্ডারি ছুঁয়েছে দুবার।

হতোদ্যম কিউইদের এবার বোলিংয়ে চেপে ধরার পালা!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডি. (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, কামরুল ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১, স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।