জুটির চূড়ায় সাকিব-মুশফিক

দৃঢ় পায়ে এগিয়ে চলা, একটু একটু করে উপরে ওঠা। চূড়ায় ওঠার পথে শেষ পদক্ষেপটা হলো রাজকীয়। কেন উইলিয়ামসনকে ডাউন দ্য উইকেটে এসে মুশফিকুর রহিমের ছক্কা। সাকিব আল হাসানের সঙ্গে মিলে গড়লেন নতুন ইতিহাস। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি!

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 04:24 AM
Updated : 13 Jan 2017, 12:39 PM

প্রথম দিন সকালে টস হারার পর যখন ব্যাটিংয়ে নামছিল বাংলাদেশ, দলের রান তিনশ হলেও বর্তে যেতেন অনেকে। সেই বাংলাদেশ এক জুটিতেই ছাড়িয়ে গেল তিনশর বেশি রান। সাকিব-মুশফিক জুটি ছাড়িয়ে গেল বাংলাদেশের আগের রেকর্ড।
 
২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ৩১২ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। মুশফিকের ওই ছক্কায় অতীত হলো সেই রেকর্ড।
 
ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে মুশফিকের বিদায়ে ভাঙে ৩৫৯ রানের এই রেকর্ড জুটি। 
 

তামিম-ইমরুলের রেকর্ড ছিল উদ্বোধনী জুটিতে। এবার সাকিব-মুশফিকের জুটি পঞ্চম উইকেটে। পঞ্চম উইকেটে বাংলাদেশের আগের রেকর্ডেও ছিলেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে গড়েছিলেন ২৬৭ রানের জুটি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ও নিউ জিল্যান্ডের মাটিতে পঞ্চম উইকেটে তিনশ’ রানের জুটি হলো এই প্রথম।