মুমিনুলকে ভোলেননি ওয়াগনার

তিন বছরের বেশি সময় আগে ঢাকা টেস্টে মুমিনুল হকের বিপক্ষে খেলেছিলেন নিল ওয়াগনার। ওই ম্যাচের মতো এবারও তার দলকে ভোগাচ্ছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 10:10 AM
Updated : 12 Jan 2017, 12:21 PM

২০১৩ সালের অক্টোবরে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াগনার। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মুমিনুল।

“কয়েক বছর আগে ঢাকায় যখন খেলেছিলাম আমার মনে হয় না, তারপর থেকে তার খুব একটা পরিবর্তন হয়েছে। সে খুব ভালো একজন ব্যাটসম্যান। আজ অনেক ধৈর্য্য দেখিয়েছে, লড়াই করেছে।”

প্রথম দিন শেষে ৬৪ রানে অপরাজিত মুমিনুলের ১১০ বলের ইনিংস গড়া ১০টি চার ও একটি ছক্কায়। শুরুতে নিজেকে গুটিয়ে রাখলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শট খেলতে শুরু করেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তাকে দ্রুত ফেরাতে না পারলে বিপদ দেখছেন ওয়াগনার।

“সে আমাদের কখনও কোনো সুযোগ দেয়নি, বল খুব ভালো ছেড়েছে। সে অবশ্যই আমাদের বিপক্ষে ব্যাট করতে খুব ভালোবাসে। কাল আমাদের খুব ভালোভাবে ফিরতে হবে।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে মুমিনুলের আগের চারটি ইনিংস এমন- ১৮১, ২২*, ৪৭, ১২৬*। ওয়েলিংটনে প্রথম দিনের খেলা শেষে দলটির বিপক্ষে এই তরুণের গড় ২২০!