দ. আফ্রিকার টি-টোয়েন্টি দলে ব্যাপক রদবদল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দু্ই টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন ছয় নতুন ক্রিকেটারকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দল থেকে জায়গা পেয়েছেন মাত্র চার জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 11:58 AM
Updated : 10 Jan 2017, 11:59 AM

নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ফারহান বেহারডিন। তার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্য দলে আছেন ডেভিড মিলার, ইমরান তাহির ও অ্যারন ফাঙ্গিসো।  
 
গত নভেম্বর থেকে খেলার মধ্যে থাকা নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসি, হাশিম আমলা, জেপি দুমিনি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
 
শেষ ম্যাচের জন্য দলে আসতে পারেন চোটের জন্য লম্বা সময় ধরে দলের বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স ও পেসার মর্নে মর্কল। চোট থেকে ফিরলেও এখনও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ক্রিস মরিসকে প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি। 
 
টি-টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল: ফারহাদ বেহারডিন (অধিনায়ক), টিউনিস ডি ব্রুইন, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, হেইনো কুন, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেহলে, লুনগি নগিদি, ওয়েইন পার্নেল, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফেহলুকয়ায়ো, জন-জন স্মাটস।