মাঠে নামতে প্রস্তুত মুশফিক

গা গরমের পর সবাই যখন গেলেন নেটে, মুশফিকুর রহিম তখন সেন্টার উইকেটে। সঙ্গী রিচার্ড হ্যালসল। দলের সহকারী কোচের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন করলেন উইকেটকিপিং। সেটি শেষ হতেই ছুটলেন ড্রেসিং রুমে। প্যাড-গ্লাভস পরে ব্যাট হাতে দৌড় নেটের পথে। পরে মাঠের এক প্রান্ত কথা বললেন চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে। সবশেষে ড্রেসিং রুমে টিম মিটিং।

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 06:10 AM
Updated : 10 Jan 2017, 12:30 PM

টুকরো টুকরো ছবিগুলোই বলছিল, মুশফিক প্রস্তুত। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়েলিংটন টেস্টে টস করবেন মুশফিকই। নেতৃত্বের পাশাপাশি প্রস্তত উইকেটের সামনে ও পেছনে দাঁড়াতেও।

কিপিং অনুশীলন শেষে যখন নেটে যাচ্ছেন, ফিটনেসের অবস্থা জিজ্ঞেস করতেই অধিনায়কের মুখে হাসি, “অনেক ভালো এখন। সবই করতে পারছি মোটামুটি। একশভাগ না যদিও, তারপরও সমস্যা খুব বেশি নেই।”

টেস্টের আগে আরও একদিন সময় আছে। সময় তাই আরেকটু আছেই। সব মিলিয়ে ভালোভাবেই প্রস্তুত মুশফিক। স্বস্তির নিশ্বাস ফেলছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও। মুশফিক না থাকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের মিডল অর্ডারের কঙ্কাল বেরিয়ে পড়ে। তার ফেরা তাই ভরসা জোগাচ্ছে সবাইকে।

প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল মুশফিকের। খেলতে পারেননি সফরের সীমিত ওভারের আর কোনো ম্যাচ।