টি-টোয়েন্টিতে সেরা দশে মুস্তাফিজ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে এসেছেন মুস্তাফিজুর রহমান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে খেলা বাঁহাতি এই পেসার এগিয়েছেন ১০ ধাপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 12:03 PM
Updated : 9 Jan 2017, 12:05 PM

২১ বছর বয়সী তরুণের ঠিক পরেই আছেন সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার। সেরা বিশে বাংলাদেশের আর কোনো বোলার নেই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। পরেরটিতে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এই সংস্করণে সব মিলিয়ে ১৫.৫৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। সেরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫/২২।

আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেন, “র‌্যাঙ্কিং পারফরম্যান্সে ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রথমবারের মতো নিজেকে সেরা দশে দেখে আমি খুব খুশি ও অনুপ্রাণিত।”

চোট থেকে মাঠে ফেরার পর এখন পুরোপুরি স্বরূপে ফিরেননি মুস্তাফিজ। তবে এরই মধ্যে ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা অস্ত্র।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির।