বাংলাদেশের টেস্ট হায়দরাবাদেই

ভারতে বাংলাদেশের টেস্টের ভেন্যু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সচিব কে জন মনোজ জানিয়েছেন, টেস্ট তো বটেই, এমনকি প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্যও প্রস্তুত তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 10:20 AM
Updated : 9 Jan 2017, 02:07 PM

গত রোববার ভারতের দৈনিক দ্য হিন্দু জানায়, আর্থিক কারণে বাংলাদেশ টেস্ট আয়োজনে অপারগতা জানিয়েছে এইচসিএ।

খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে সোমবার পিটিআইকে মনোজ বলেন, “এইচসিএ কখনও টেস্ট ম্যাচ আয়োজনে অনীহা দেখায়নি।”

টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনেও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রস্তুত।

“বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের জন্য এক সপ্তাহ আগে আসতে চায়। তার জন্যও আমাদের পর্যাপ্ত অর্থ রয়েছে। আমি জানি না, কারা এসব গুজব ছড়ায়।”

“সম্ভবত অযোগ্য কিছু বিসিসিআই কর্মকর্তা এসব ভিত্তিহীন গুজব ছড়াতে চায়। তাই আবারও বলছি, হায়দরাবাদ টেস্ট ম্যাচ আয়োজন করবে।”

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদের উপলে বিরাট কোহলিদের বিপক্ষে ভারতের মাটিতে নিজেদের প্রথম টেস্ট খেলার কথা এই মুহূর্তে নিউ জিল্যান্ড সফরে থাকা মুশফিকুর রহিমদের।

বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি।

আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী গত অগাস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তা সম্ভব হয়নি। পরে ফেব্রুয়ারিতে সফর চূড়ান্ত করে বিসিসিআই। নিউ জিল্যান্ড সফর থেকে ফিরে ভারতে খেলতে যাবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা।