ডি ককের শতকের পর বিধ্বস্ত শ্রীলঙ্কা

ডিন এলগারের পর কুইন্টন ডি ককের শতকে প্রায় চারশ’ রানের ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে কেপ টাউনের সবুজ উইকেটে কাগিসো রাবাদা ও ভার্নন ফিল্যান্ডারের তোপের মুখে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তবে প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নেমে বিশাল লক্ষ্য দেওয়ার পথে ফাফ দু প্লেসির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 04:34 PM
Updated : 3 Jan 2017, 06:59 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। প্রথম ইনিংসে ২৮২ রানের লিড পাওয়া স্বাগতিকরা মোট ৩১৭ রানে এগিয়ে।

প্রথম ইনিংসে শতক পাওয়া এলগার ১৯ ও স্টিভেন কুক ১৫ রানে ব্যাট করছেন।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্কে গেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরান রাবাদা। পরের দুই ব্যাটসম্যান কুসল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভাকে বিদায় করেন কেশব মহারাজ।

শ্রীলঙ্কার দুই ব্যাটিং ভরসা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালও রাবাদার শিকার, দুই অঙ্কেই যেতে পারেননি তারা। অতিথিদের শেষ চার ব্যাটসম্যানকে বিদায় করে ১১০ রানেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন ফিল্যান্ডার।

এক সময়ে ১ উইকেটে ৫৬ রান করা শ্রীলঙ্কা শেষ ৯ উইকেট হারায় ৫৪ রানে। শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান উপুল থারাঙ্গা অপরাজিত থাকেন ২৬ রানে।

দুই পেসার ফিল্যান্ডার (৪/২৭) ও রাবাদা (৪/৩৭) চারটি করে উইকেট নেন।

এর আগে নিউল্যান্ডসে মঙ্গলবার ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ফিরে যান নাইটওয়াচম্যান কাইল অ্যাবট। তিন অঙ্কে গিয়ে বিদায় নেন ডি কক। টেস্টে তৃতীয় শতক পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১২৪ বলে খেলা ১০১ রানের ইনিংসটি গড়া ১১টি চারে।

ডি কক ফেরার পর ফিল্যান্ডার ও মহারাজের ব্যাটে প্রথম ইনিংসে ৩৯২ রানের সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেন লাহিরু কুমারা, ১২২ রানে ৬ উইকেট নেন তিনি। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলের হতাশার সঙ্গী হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৬ ওভারে ৩৯২ (কুক ০, এলগার ১২৯, আমলা ২৯, দুমিনি ০, দু প্লেসি ৩৮, বাভুমা ১০, ডি কক ১০১, অ্যাবট ১৬, ফিল্যান্ডার ২০, মহারাজ ৩২*, রাবাদা ৮; লাকমল ২/৯৩, প্রদিপ ০/৪৬, ম্যাথিউস ০/৪১, কুমারা ৬/১২২, হেরাথ ২/৫৭, ডি সিলভা ০/৩০)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৩ ওভারে ১১০ (করুনারত্নে ২৪, সিলভা ১১, মেন্ডিস ১১, ডি সিলভা ১৬, ম্যাথিউস ২, চান্দিমাল ৪, থারাঙ্গা ২৬*, হেরাথ ১, লাকমল ০, কুমারা ৪, প্রদিপ ০; ফিল্যান্ডার ৪/২৭, অ্যাবট ০/৯, রাবাদা ৪/৩৭, মহারাজ ২/৩২)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১১ ওভারে ৩৫/০ (কুক ১৫*, এলগার ১৯*; লাকমল ০/১৬, প্রদিপ ০/৫, কুমারা ০/১৪)