ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানকে সরাল আদালত

ভারতের সুপ্রিম কোর্ট দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 09:25 AM
Updated : 2 Jan 2017, 09:41 AM

লোধা কমিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দীর্ঘস্থায়ী অচলবস্থার প্রেক্ষিতে সোমবার এক শুনানি শেষে এল এই চূড়ান্ত রায়।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও বিসিসিআই লোধা কমিটির সব সুপারিশ বাস্তবায়ন করেনি।

আদালত বলেছে, ১৯ জানুয়ারি একটি প্রশাসক কমিটি নিয়োগ করা হবে যারা বিসিসিআইয়ের ব্যবসায়িক দিকগুলো দেখবে।

বিসিসিআইয়ের সবচেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি আন্তর্বর্তীকালীন সভাপতির এবং যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী সচিবের দায়িত্ব পালন করবেন। 

ভারতের সাবেক প্রধান বিচারপতি আরএম লোধা এই রায়কে ক্রিকেটের বিজয় বলে উল্লেখ করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “এটা যৌক্তিক ফল। কোর্ট যখন সুপারিশগুলো গ্রহণ করেছে তখন বাস্তবায়ন করতেই হবে।”

সিএনএন নিউজকে শিরকে এক প্রতিক্রিয়ায় জানান, যদি তাকে সরিয়ে দেওয়া হয় সেটি কোনো ইস্যু নয়। তিনি নিজের কাজে ফিরে যাবেন।

আদালতের ওপর হস্তক্ষেপের চেষ্টা ও মিথ্যা হলফনামার জন্য ঠাকুরকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়েছে আদালত। বলেছে, লোধা কমিটির সব সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে।