সিনিয়রদের এগিয়ে আসতেই হবে: হাথুরুসিংহে

প্রথমবারের মতো বিদেশ সফরে আসা তরুণ ক্রিকেটারদের কোনো চাপ দিচ্ছেন না চন্দিকা হাথুরুসিংহে। কিন্তু সিনিয়র ক্রিকেটারদের স্পষ্ট করেই জানিয়ে দিলেন, তাদের এগিয়ে আসতেই হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 01:08 PM
Updated : 1 Jan 2017, 02:38 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের সবচেয়ে বড় কারণ সিনিয়রদের বাজে পারফরম্যান্স। তৃতীয় ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, সিনিয়রদের কাছে আরও বড় কিছুর চাওয়া তার।

নিউ জিল্যান্ড সফরে অধিনায়ক ছাড়া প্রত্যাশা মেটাতে পারছেন না বাংলাদেশের আর কোনো সিনিয়র ক্রিকেটার। রোববারে নেপিয়ারে টিম হোটেলে সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে জানান, দলের পারফরম্যান্সে তারা সবাই হতাশ।

“সিনিয়রদের এগিয়ে আসতেই হবে। বিশেষ করে বিদেশের মাটিতে গিয়ে প্রথম সফরে আসা নতুন ছেলের ওপর বেশি ভরসা করা যায় না।”

তৃতীয় ওয়ানডেতে হারের পর গোটা দলকে নিয়ে ‘জরুরি সভায়’ বসেছিলেন হাথুরুসিংহে। সভায় খোলামেলা কথা বলেছেন সবাই। সিরিজে দলের পারফরম্যান্স কাটাছেঁড়া হয়েছে।

মাহমুদউল্লাহ তিন ম্যাচেই ছিলেন ধারাবাহিকভাবে ব্যর্থ। তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমানরা শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। থিতু হওয়া ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগাতে না পারায় ভীষণ হতাশ হাথুরুসিংহে।

“সিনিয়ররা যখন ব্যাটিং করবে, শুরুটা ভালো করলে সেটা বড় কিছুর রূপ দিতেই হবে।”

শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়েও নিজেদের মান থেকে অনেক দূরে ছিল বাংলাদেশ।

“এমনকি বোলিং নিয়েও আমি হতাশ। নিজেদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারিনি। দ্বিতীয় ম্যাচের কথাই যদি ধরি, ওরা ২৫২ রান করতে পারে না। ৮ উইকেটে ২০০ রানের পর খুব বেশি রান দিয়ে ফেলেছি আমরা। প্রথম ম্যাচে ৩৪১ রানও খুব বেশি ছিল।”

“ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমরা নিজেদের প্রতিভা-সামর্থ্যের প্রতি সুবিচার করিনি। আমাদের দুর্বলতা কজে লাগিয়েছে নিউ জিল্যান্ডের মত দুর্দান্ত দল।”