‘সেরা চেষ্টাই করেছে তানবীর’

লেগ স্পিন অলরাউন্ডার তানবীর হায়দারের চেষ্টায় কোনো ত্রুটি দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটারকে লড়তে হয়েছে কন্ডিশনের সঙ্গেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2016, 08:58 AM
Updated : 31 Dec 2016, 01:09 PM

২৫ বছর বয়সী তানবীরের লিস্ট ‘এ’ ক্রিকেটের বোলিং রেকর্ড খুব উজ্জ্বল কিছু নয়। এ পর্যন্ত ৪৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলে মোট ১০ ওভার বল করলেও উইকেটের দেখা মেলেনি।

সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেকে ৮ ওভারে ৪৭ রান দেন তানবীর। শনিবার তৃতীয় ওয়াডেতে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিংয়ের সুযোগ পাননি।

মাশরাফি মনে করেন, দেশের মাটিতে খেললে তানবীরের পরিস্থিতি হয়তো ভিন্ন রকম হতো।

“ও যে মানের বোলার তাতে ঘরের মাঠে আরও বেশি সুবিধা নিয়ে বোলিং করতে পারতো। এই কন্ডিশনে এসে ওর পক্ষে মানিয়ে নেওয়া খুব কঠিন। সেরা চেষ্টাই করছে, হয়তো করতে পারেনি। ওর জন্য এই কন্ডিশন আসলেই কঠিন ছিল।”