শ্রীলঙ্কার লড়াই, জয়ের সুবাস পাচ্ছে দ. আফ্রিকা

জিততে হলে টপকাতে হবে রানের পাহাড়, ম্যাচ বাঁচাতে ঠাণ্ডা মাথায় পার করতে হবে প্রায় দুই দিন। কঠিন এই লড়াইয়ে শুরুটা কিছুটা আশাব্যঞ্জক ছিল শ্রীলঙ্কার। তবে চতুর্থ দিন ৫ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 04:38 PM
Updated : 29 Dec 2016, 04:38 PM

পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টে ৪৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৫/২৪০। অসাধ্য সাধন করতে এখনও ২৪৮ রান দরকার লঙ্কানদের, হাতে আছে ৫ উইকেট।

বৃহস্পতিবার ৫ উইকেটে ৩৫১ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা আক্রমণাত্মক শুরু করে। প্রথম ঘণ্টায় ১০.৫ ওভারে দলীয় স্কোরে ৫৫ রান যোগ করার পর রঙ্গনা হেরাথের বলে বোল্ড হন কুইন্টন ডি কক ৬৯। তখনই ইনংস ঘোষণা করেন ফাফ দু প্লেসি, ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক।

বিশাল রানের বোঝা মাথায় নিয়ে দিমুথ করুনারত্নে ও কুশল সিলভা ভালো শুরু করেন। প্রথম দুই দিনের তুলনায় পেসাররা তেমন সুবিধা পাচ্ছিলেন না। তারপরও ভার্নন ফিল্যান্ডার, কাইল অ্যাবট ও কাগিসো রাবাদাদের সামলাতে বেগ পেতে হচ্ছিল দুই ওপেনারের।

দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, রান আউট হন করুনারত্নে (৪৩)। এরপর ফিরে যান সিলভা (৪৮) ও কুসল পেরেরা (৬)। বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েও পারেননি কুশল মেন্ডিস (৫৮), ফেরেন রাবাদার দ্বিতীয় শিকার হয়ে।

কেশব মহরাজের বলে মিড-অনে সহজ ক্যাচ দেন চান্দিমাল (৮)।

শেষ বেলায় অ্যাবটের বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার; কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। অধিনায়কের সঙ্গে বাকি সময়টুকুও নিরাপদে পার করে দেন।

অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫৭ ও ডি সিলভা ৫ রানে ব্যাট করছেন।

রাবাদ ও কেশব মহরাজ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৬

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৫

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৮০ ওভারে ৩৫১/৫ ইনিংস ঘোষণা (কুক ১১৭, এলগার ৫২, আমলা ৪৮, দুমিনি ২৫, দু প্লেসি ৬৭*, বাভুমা ৮, ডি কক ৬৯; লাকমল ১/৬৪, প্রদিপ ১/৬৫, ম্যাথিউস ০/১০, চামিরা ১/৮৫, হেরাথ ১/৮৪, ডি সিলভা ২/৯১)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৮৩ ওভারে ৫/২৪০ (করুনারত্নে ৪৩, সিলভা ৪৮, পেরেরা ৬, মেন্ডিস ৫৮, ম্যাথিউস ৫৮*, চান্দিমাল ৮, ডি সিলভা ৯*।