পোর্ট এলিজাবেথে চাপে শ্রীলঙ্কা

সুরঙ্গা লাকমলের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও প্রথম টেস্টে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন ১৯ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়া অতিথিদের ব্যাটিংয়ের চাপে পড়ার শুরু প্রথম সেশনেই। বোলিং সহায়ক উইকেটে ভার্নন ফিল্যান্ডার-কাইল অ্যাবটরা লিড নেওয়ার আশা দেখাচ্ছে স্বাগতিকদের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 03:11 PM
Updated : 27 Dec 2016, 03:13 PM

আলোক স্বল্পতায় আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেটে ১৮১ রান করেছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৪৩ ও দুশমন্থ চামিরা ৭ রানে ব্যাট করছেন। লিড নিতে ডি সিলভাকেই খেলতে হবে টেলএন্ডারদের নিয়ে।

২৮৬ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়া শ্রীলঙ্কাকে ভুগিয়েছে নতুন বল। আট ওভারের মধ্যে ২২ রানে দিমুথ করুনারত্নে, কুসল পেরেরা ও কুসল মেন্ডিসকে হারায় অতিথিরা। অনেকটা সময় ক্রিজে থাকা কুশল সিলভা ফিরেন ১৬ রান করে।

শতরানে পৌছার আগেই ফিরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক। দলের বিপদের দিনে থিতু হয়ে ফিরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

পাল্টা আক্রমণে দ্রুত রান তুলেন রঙ্গনা হেরাথ। চারটি চারে ২৪ রান করা অভিজ্ঞ ক্রিকেটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কেশব মহারাজ।

এখনও ১০৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ব্যবধান যতটা সম্ভব কমিয়ে আনতে ডি সিলভার দিকে তাকিয়ে তারা।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ফিল্যান্ডার। আরেক পেসার অ্যাবট ২ উইকেট নেন ৪৯ রানে।

সেন্ট জর্জেস পার্কে ৬ উইকেটে ২৬৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ঘণ্টাও টিকেনি স্বাগতিকদের ইনিংস, শেষ ৪ উইকেট হারায় ৮.৫ ওভারে।

দিনের শুরুতে ফিল্যান্ডারকে ফিরিয়ে দেন নুয়ান প্রদিপ। কুইন্টন ডি কককে ফিরিয়ে শেষটাও করেন এই পেসারই। মাঝখানে রান আউট হন অ্যাবট। মহারাজকে বিদায় করে টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন লাকমল। ৬৩ রানে ৫ উইকেট স্বাভাবিকভাবেই তার ক্যারিয়ার সেরাও।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৮.৫ ওভারে ২৮৬ (কুক ৫৯, এলগার ৪৫, আমলা ২০, দুমিনি ৬৩, দু প্লেসি ৩৭, বাভুমা ৩, ডি কক ৩৭, ফিল্যান্ডার ১৩, মহরাজ ০, অ্যাবট ০, রাবাদা ০*; লাকমল ৫/৬৩, প্রদিপ ২/৬৬, ম্যাথিউস ০/২৬, চামিরা ০/৬৮, হেরাথ ২/৪৮, ডি সিলভা ০/১২)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৮১/৭ (করুনারত্নে ৫, সিলভা ১৬, পেরেরা ৭, মেন্ডিস ০, ম্যাথিউস ৩৯, চান্দিমাল ২৮, ডি সিলভা ৪৩*, হেরাথ ২৪, চামিরা ৭*; ফিল্যান্ডার ৩/৩৫, অ্যাবট ২/৪৯, রাবাদা ১/৬৩, মহরাজ ১/৩০)