২ দিন পর মুশফিকের স্ক্যান

এমনিতেই বড় হারে শুরু। তার ওপর ‘খাঁড়ার ঘা’ হিসেবে যোগ হয়েছে মুশফিকুর রহিমের চোট পাওয়াটা। ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়ে আর নামতে পারেননি বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। তার চোটের অবস্থা বোঝা যাবে দুই দিন পর।

ক্রীড়া প্রতিবেদক ক্রাইস্টচার্চ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 08:06 AM
Updated : 26 Dec 2016, 08:06 AM

ক্রাইস্টচার্চে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুশফিকের চোটের অবস্থা জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

“বাঁ হ্যামস্ট্রিংয়ে লেগেছে ওর। আপাতত বরফ দিয়ে রাখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। দুদিন পর পরিস্থিতি বুঝে স্ক্যান করা হবে।”

৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকের। পরের ওভারে রান নিতে ডাইভ দিতে গিয়ে আবারও পান চোট। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এ বছরের আগে কখনোই আহত হয়ে অবসর নিতে হয়নি মুশফিককে। তবে এই বছরই এমনটি হলো দুবার। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ব্যাটিং ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন পায়ে ক্র্যাম্প করায়।