রুমানাদের গ্রুপে দ. আফ্রিকা, পাকিস্তান

মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের গ্রুপে পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 10:10 AM
Updated : 19 Dec 2016, 02:26 PM

‘বি’ গ্রুপে রুমানা আহমেদের দলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কলম্বোয় চারটি ভেন্যুতে হবে ২০১৭ বিশ্বকাপের এই বাছাই পর্ব। ‘এ’ গ্রুপে ভারত ও স্বাগতিকদের সঙ্গী আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।

আগামী ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। ১০ দলের বাছাই পর্বের সেরা চার দল খেলবে সেই প্রতিযোগিতায়।

আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

বাছাইয়ে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। দুই গ্রুপের সেরা তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ২১ ফেব্রুয়ারি ফাইনালে।

আগামী ৫ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে রুমানার দল। পর দিন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এক দিন বিরতির পর তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ১১ ফেব্রুয়ারি খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।