এখনই জয়াবর্ধনের পথে নন সাঙ্গাকারা

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও দুজনে এখনও চুটিয়ে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ঘরোয়া লিগে। মাহেলা জয়াবর্ধনে অবশ্য কদিন পরই শুরু করবেন নতুন অধ্যায়। কোচিং করাবেন আইপিএলে। তবে এখনই প্রিয় বন্ধুর পথে হাঁটছেন না কুমার সাঙ্গাকারা। খেলে যেতে চান আরও কিছু সময়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 05:56 AM
Updated : 10 Dec 2016, 02:50 PM

২০১৫ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জয়াবর্ধনে। আর সাঙ্গাকারা সবশেষ খেলেছেন গতবছরের অগাস্টে। তার পর থেকে বিভিন্ন লিগে খেলছেন দুজনই। এবার বিপিএলে দুই বন্ধুই খেললেন ঢাকা ডায়নামাইটসে।

৩৯ বছর বয়সী দুই ক্রিকেটার এর আগে খেলে এসেছেন ইংল্যান্ডে। সমারসেটের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন জয়াবর্ধনে। এই দুই টুর্নামেন্টের পাশাপাশি সারের হয়ে কাউন্টিও খেলেছেন সাঙ্গাকারা।

আসছে আইপিএলেই জয়াবর্ধনে কোচিং করাবেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। নিকট ভবিষ্যতে সাঙ্গাকারাও কি হাঁটবেন সেই পথে? বিপিএল ফাইনালে ম্যাচ সেরা হওয়া সাঙ্গাকারা মৃদু হাসিতে জানালেন, আপাতত নয়।

“নাহ, এখনই নয়। মাহেলা অবশ্যই দারুণ কোচ হবে। ক্রিকেটে ওর যা জ্ঞান, যেভাবে পরিকল্পনা সাজাতে পারে, ম্যান-ম্যানেজমেন্ট ক্ষমতা যতটা আছে, সব মিলিয়ে খুব ভালো কোচ হবে।”

“আমার এখনই কোচিং বা পরামর্শকের ভূমিকায় আসায় সময় হয়নি। সামনে দেখা যাক কি হয়। হয়ত আগামী বছর দুয়েকে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট নিয়ে কিভাবে এগোব বা ক্রিকেটের পরে কী…।”

সাঙ্গাকারার শেষ কথায়ই স্পষ্ট বোঝা যাচ্ছে, আরও বেশ কিছুদিন নানা লিগে এভাবেই খেলে যাবেন সাঙ্গাকারা। অবশ্য এখনও তার যা ফর্ম-ফিটনেস, চালিয়ে যেতে পারেন তিনি অনায়াসেই!