গেইলকে নিয়ে স্যামিদের পরিকল্পনা

প্রথম ম্যাচে চার ছক্কায় ৪০, পরের তিন ম্যাচে একদম নিশ্চুপ। এবারের বিপিএল এখনও সেভাবে দেখেনি ক্রিস গেইলের তাণ্ডব। তবে কে জানে, এটি হয়ত ঝড়ের ঠিক আগের শান্ত প্রকৃতি। ঝড় ওঠার শঙ্কা আছে বলেই গেইলকে নিয়ে আলাদা করে ভাবছেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 12:05 PM
Updated : 5 Dec 2016, 12:06 PM

ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পথে স্যামির অন্যতম অস্ত্র ছিল গেইল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতায় এখন গেই গেইলকে আটকানোর পথ খুঁজতে হচ্ছে স্যামিকে। বিপিএলের এলিমিনেটরে মঙ্গলবার গেইলের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে স্যামির রাজশাহী।

ম্যাচের আগের দিন স্যামি জানালেন গেইলকে নিয়ে তাদের ভাবনা।

“মৌলিক ক্রিকেটই আমাদের পরিকল্পনা। সে সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন। ১৯টি সেঞ্চুরি (আসলে ১৮টি) তো আর কোনো কারণ ছাড়া করেনি! দারুণ সফল ও অভিজ্ঞ। ওর জন্য আমাদের পরিকল্পনা আছে। এখন সেটা বাস্তবায়নের ব্যাপার। পরিকল্পনা অনেক থাকতে পারে, মাঠে করে দেখানোর দায়িত্ব ছেলেদের।”