এবার দেখে শান্তি পাবেন মাশরাফি

প্রথম তিনটি বিপিএলেই ফাইনাল শেষে দেখা গেছে একটি ছবি, ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে শিরোপার স্বাদ পাওয়া একমাত্র অধিনায়ক মাশরাফিই। এবার সেই স্বাদ পাবেন অন্য কেউ, তিনি দেখবেন। সেই দেখার মাঝেই শান্তি খুঁজে নিচ্ছেন মাশরাফি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 01:11 PM
Updated : 4 Dec 2016, 01:11 PM

প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন অধিনায়ক মাশরাফি। এবারও তার কাঁধে ছিল কুমিল্লার ভার। কিন্তু শেষ চার ম্যাচ জিতলেও কুমিল্লা ছিটকে গেছে প্লে অফের আগেই।

এই প্রথম তাই প্লে অফ আর ফাইনালে মাশরাফি থাকবেন কেবলই দর্শক। শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে শোনালেন নতুন স্বাদের অনুভূতি।

“এবার দেখে শান্তি পাবো! শেষ তিনবার চ্যাম্পিয়ন হযেছি। অবশ্যই ভালো লেগেছে। এবার আমাদেরই সতীর্থ কেউ হবে। আফসোসের কিছু নেই্। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। অবশ্যই উপভোগ করবো। বিশেষ করে ‍তিনটি সেমি-ফাইনাল (প্লে অফ) হবে, একটা ফাইনাল। উপভোগ করবো।”

ট্রফির ছোঁয়ার দৌড়ে মাশরাফি আপাতত এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় দলে তার সহকারী অধিনায়ক সাকিব আল হাসানকে।

“পরিষ্কার করে বললে, আপাতত ঢাকা অনেকটা এগিয়ে। দলের ভারসাম্য চিন্তা করলে ব্যাটিং-বোলিংয়ে অনেক বিকল্প ওদের। চিটাগংও এই পর্যায়ে এসে বেশ ভালো করছে। তার পরও নিশ্চিত করে বলা কঠিন। এই ধরনের টুর্নামেন্টে কেউ যাদের গোণায় ধরে না, তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।”