রাজশাহীর ‘কিংস’ মিরাজ-ফরহাদ

দলের নামই রাজশাহী কিংস। তবে মাঠের পারফরম্যান্সে তো সব দিন সবাই রাজা হতে পারে না। প্রয়োজনীয়তাই জন্ম দেয় রাজার। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে যেমন প্রয়োজন পড়েছিল। অধিনায়ক ড্যারেন স্যামি বলছেন, এদিন তাদের ‘কিং’ ছিলেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 05:31 PM
Updated : 28 Nov 2016, 05:35 PM

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে ৭ উইকেট হারিয়েছিল রাজশাহী। রংপুরের স্পিনারদের বোলিংয়ে দিশাহারা ছিল দল। কিন্তু অষ্টম উইকেটে ৮৫ রানের জুটি গড়লেন মিরাজ ও ফরহাদ।

পরে বল হাতেও দারুণ পারফর্ম করলেন মিরাজ। ১২৮ রান তুলে রাজশাহী শেষ পর্যন্ত জিতল ৪৯ রানের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের দুই নায়কের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন স্যামি।

“আজকে এমন একটা দিন ছিল, যে দিন প্রয়োজন ছিল দুজন ‘কিং’-এর মাথা তুলে দাঁড়ানোর। দলের সর্বকনিষ্ঠদের একজন ও সহ-অধিনায়ক দাঁড়িয়ে গেছে। আগের দুই ম্যাচে দাঁড়িয়েছি আমি, আগে ছিল সামিত প্যাটেল। নিজেদের ওপর বিশ্বাস করতে শুরু করলে এরকম হয়। কেউ না কেউ দাঁড়িয়ে যায়।”

রাজশাহী অধিনায়ক জানালেন, ফরহাদ ও মিরাজের জুটিতেই জয়ের বিশ্বাস পায় দল।

“ওদের জুটির সময় একটা পর্যায়ে আমরা সবাই ডাগ আউটে এসেছি। প্রতিটি রান গুণছিলাম আমরা। ওরা কিং-এর মতো ব্যাট করেছে। এখানেই আমরা জিতেছি। ওরা আমাদের জয়ের সুযোগ করে দিয়েছে। টি-টোয়েন্টিতে শেষের ওই মোমেন্টাম দারুণ গুরুত্বপূর্ণ।”